রাজবংশ, প্রথম সম্রাট, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট || Dynasty, First, Last and Great Emperor


রাজবংশপ্রতিষ্ঠাতাশেষ সম্রাটশ্রেষ্ঠ সম্রাট
হর্ষঙ্ক বংশবিম্বিসারনাগ দশকঅজাত শত্রু
শিশুনাগ বংশশিশুনাগকালাশোক বা কাকবর্ণশিশুনাগ
নন্দ বংশমহাপদ্ম নন্দধননন্দধননন্দ
মৌর্য বংশচন্দ্রগুপ্ত মৌর্যবৃহদ্রথঅশোক
প্রতিহার বংশহরি চন্দ্রমহিপালপ্রথম ভোজ
কুষাণ বংশকুজল কদফিসেসবাসুদেবকনিষ্ক
সাতবাহন বংশসিমুকযজ্ঞশ্রী সাতকর্ণীগৌতমীপুত্র সাতকর্ণী
গুপ্ত বংশশ্রীগুপ্তদ্বিতীয় জীবিত গুপ্তসমুদ্রগুপ্ত
পুষ্যভূতি বংশপ্রভাকর বর্ধন-হর্ষবর্ধন
পাল বংশগোপালমদন পালদেব পাল
সেন বংশহেমন্ত সেনলক্ষণ সেনবিজয় সেন
চালুক্য বংশপ্রথম পুলকেশীদ্বিতীয় কীর্তি বর্মনদ্বিতীয় পুলকেশী
রাষ্ট্রকূট বংশদন্তি দুর্গচতুর্থ অমোঘ বর্ণতৃতীয় কৃষ্ণ
পল্লব বংশশিব স্কন্দ বর্মনঅপরাজিত বর্মননরসিংহ বর্মন
চোল বংশকারিকলকুলতুঙ্গরাজেন্দ্র চোল
দাস বংশকুতুবউদ্দিন আইবককায়ুমার্শইলতুৎমিস
খলজী বংশজালাল উদ্দিন খলজীকুতুব উদ্দিন মোবারক খলজীআলাউদ্দীন খলজী
তুঘলক বংশগিয়াসউদ্দিন তুঘলকনাসিরুদ্দিন মামুদমহম্মদ বিন তুঘলক
সৈয়দ বংশখিজির খাঁআলাউদ্দীন আলম শাহমোবারক শাহ
লোদী বংশবহলুল লোদীইব্রাহিম লোদীইব্রাহিম লোদী
মুঘলবাবরদ্বিতীয় বাহাদুর শাহআকবর
বাহমণীজাফর খানকালিম উল্লাহ শাহমামুদ গাওয়ান

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Advertisement