রাজবংশ, প্রথম সম্রাট, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট || Dynasty, First, Last and Great Emperor
রাজবংশ | প্রতিষ্ঠাতা | শেষ সম্রাট | শ্রেষ্ঠ সম্রাট |
হর্ষঙ্ক বংশ | বিম্বিসার | নাগ দশক | অজাত শত্রু |
শিশুনাগ বংশ | শিশুনাগ | কালাশোক বা কাকবর্ণ | শিশুনাগ |
নন্দ বংশ | মহাপদ্ম নন্দ | ধননন্দ | ধননন্দ |
মৌর্য বংশ | চন্দ্রগুপ্ত মৌর্য | বৃহদ্রথ | অশোক |
প্রতিহার বংশ | হরি চন্দ্র | মহিপাল | প্রথম ভোজ |
কুষাণ বংশ | কুজল কদফিসেস | বাসুদেব | কনিষ্ক |
সাতবাহন বংশ | সিমুক | যজ্ঞশ্রী সাতকর্ণী | গৌতমীপুত্র সাতকর্ণী |
গুপ্ত বংশ | শ্রীগুপ্ত | দ্বিতীয় জীবিত গুপ্ত | সমুদ্রগুপ্ত |
পুষ্যভূতি বংশ | প্রভাকর বর্ধন | - | হর্ষবর্ধন |
পাল বংশ | গোপাল | মদন পাল | দেব পাল |
সেন বংশ | হেমন্ত সেন | লক্ষণ সেন | বিজয় সেন |
চালুক্য বংশ | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তি বর্মন | দ্বিতীয় পুলকেশী |
রাষ্ট্রকূট বংশ | দন্তি দুর্গ | চতুর্থ অমোঘ বর্ণ | তৃতীয় কৃষ্ণ |
পল্লব বংশ | শিব স্কন্দ বর্মন | অপরাজিত বর্মন | নরসিংহ বর্মন |
চোল বংশ | কারিকল | কুলতুঙ্গ | রাজেন্দ্র চোল |
দাস বংশ | কুতুবউদ্দিন আইবক | কায়ুমার্শ | ইলতুৎমিস |
খলজী বংশ | জালাল উদ্দিন খলজী | কুতুব উদ্দিন মোবারক খলজী | আলাউদ্দীন খলজী |
তুঘলক বংশ | গিয়াসউদ্দিন তুঘলক | নাসিরুদ্দিন মামুদ | মহম্মদ বিন তুঘলক |
সৈয়দ বংশ | খিজির খাঁ | আলাউদ্দীন আলম শাহ | মোবারক শাহ |
লোদী বংশ | বহলুল লোদী | ইব্রাহিম লোদী | ইব্রাহিম লোদী |
মুঘল | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ | আকবর |
বাহমণী | জাফর খান | কালিম উল্লাহ শাহ | মামুদ গাওয়ান |
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.