• বিজ্ঞানী ল্যাভয়সিয়ে জৈব যৌগের বিশ্লেষণ করে দেখান যে, সব জৈব যৌগগুলির মধ্যে কার্বন আছে।
• বিজ্ঞানী বার্জেলিয়াস বলেন যে, প্রাণ শক্তির সাহায্য ছাড়া জৈব যৌগ গুলি উৎপন্ন করা যায় না।
• 1828 খ্রিস্টাব্দে উহলার (Wohler) অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুত করে দেখান যে, পরীক্ষাগারে জৈব যৌগ…
কয়েকটি ধাতুর উৎস, ধর্ম এবং ব্যবহার || Sources, Properties and Uses Of Some Common Metals
• প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মত কঠিন অবস্থায় কখনো ভূগর্ভের নিচে অথবা ভূপৃষ্ঠের বালি, মাটি এবং কাদার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিজাত এইসব অজৈব পদার্থ গুলি কে খনিজ পদার্থ বলে।
• যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে।
• ধাতু নিষ্কাশ…