• উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ থেকে 8°4' উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে 68°7’ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ভারত বিস্তৃত।
• ভারতের পূর্ব সীমা এবং পশ্চিম সীমার মধ্যে তফাৎ প্রায় 29° । জাগি মা আর এই পার্থক্যের জন্য ভারতের পূর্ব এবং পশ্চিম সীমান্তের স্থানীয় সময়ের পার্থক্য 116 মিনিট বা প্রায় দু’ঘণ্টা। এজন্য ভারতের পূর্ব-পশ্চিম এর ঠিক মাঝখানে 82½° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদের স্থানীয় সময় কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়।
• 23½° উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে ভারত কে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে। 80° পূর্ব দ্রাঘিমা রেখা পূর্ব-পশ্চিমে ভারতকে সমান দুই ভাগে ভাগ করেছে।
• ভারতের উত্তর-দক্ষিনে বিস্তার 3214 কিলো মিটার এবং পূর্ব-পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার।
• ভারতের আয়তন প্রায় 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিলোমিটার। রাশিয়া, চীন, কানাডা, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার পরেই আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
• ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা, চীন, নেপাল ও ভুটান, উত্তর-পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান এবং পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর, পূর্বে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, শ্রীলংকা। পক প্রণালী এবং মান্নার উপসাগর শ্রীলংকাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে।
• গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু, যার অক্ষাংশ 6°45’ উত্তর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দু হল কন্যাকুমারী।
• ভারতের স্থলভাগের পরিসীমা প্রায় 15200 কিলোমিটার এবং উপকূল ভাগের দৈর্ঘ্য প্রায় 7516.6 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল ভাগে দৈর্ঘ্য 6100 কিলোমিটার।
• মোট জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। পৃথিবীর সমগ্র লোক সংখ্যা প্রায় 16.5 শতাংশ মানুষ ভারতবর্ষে বাস করে।
• 1985 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ এই সাতটি প্রতিবেশী দেশ নিজেদের মধ্যে পারস্পরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো নিবিড় করার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ বা South Asian association of regional cooperation (SAARC) নামে একটি সংস্থা গঠন করেছে। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর স্থাপন করা হয়েছে।
• উত্তর প্রদেশ রাজ্যের মোট আটটি রাজ্যের সঙ্গে সীমানা আছে, যা রাজ্যগুলির মধ্যে সর্বাধিক। উত্তরাখান্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং বিহার।
• কর্কটক্রান্তি রেখা ভারতের মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।
• পাকিস্তানের সঙ্গে যে 4 টি রাজ্যের সীমানা আছে : জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট।
• চীনের সঙ্গে যে 5 টি রাজ্যের সীমানা আছে : জম্মু এবং কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ।
• বাংলাদেশের সঙ্গে যে 5 টি রাজ্যের সীমানা আছে : পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম।
• নেপালের সঙ্গে যে পাঁচটি রাজ্যের সীমানা আছে : বিহার, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ।
• ভুটানের সঙ্গে যে চারটি রাজ্যের সীমানা আছে : পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসাম।
• মায়ানমারের সঙ্গে যে চারটি রাজ্যের সীমানা আছে : অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম।
• আফগানিস্তানের সঙ্গে কেবলমাত্র জম্মু এবং কাশ্মীর রাজ্যের (পাক অধিকৃত কাশ্মীর) আন্তর্জাতিক সীমানা আছে।
• ভারতের পূর্ব সীমা এবং পশ্চিম সীমার মধ্যে তফাৎ প্রায় 29° । জাগি মা আর এই পার্থক্যের জন্য ভারতের পূর্ব এবং পশ্চিম সীমান্তের স্থানীয় সময়ের পার্থক্য 116 মিনিট বা প্রায় দু’ঘণ্টা। এজন্য ভারতের পূর্ব-পশ্চিম এর ঠিক মাঝখানে 82½° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদের স্থানীয় সময় কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়।
• 23½° উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে ভারত কে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে। 80° পূর্ব দ্রাঘিমা রেখা পূর্ব-পশ্চিমে ভারতকে সমান দুই ভাগে ভাগ করেছে।
• ভারতের উত্তর-দক্ষিনে বিস্তার 3214 কিলো মিটার এবং পূর্ব-পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার।
• ভারতের আয়তন প্রায় 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিলোমিটার। রাশিয়া, চীন, কানাডা, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার পরেই আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
• ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা, চীন, নেপাল ও ভুটান, উত্তর-পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান এবং পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর, পূর্বে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, শ্রীলংকা। পক প্রণালী এবং মান্নার উপসাগর শ্রীলংকাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে।
• গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু, যার অক্ষাংশ 6°45’ উত্তর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দু হল কন্যাকুমারী।
• ভারতের স্থলভাগের পরিসীমা প্রায় 15200 কিলোমিটার এবং উপকূল ভাগের দৈর্ঘ্য প্রায় 7516.6 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল ভাগে দৈর্ঘ্য 6100 কিলোমিটার।
• মোট জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। পৃথিবীর সমগ্র লোক সংখ্যা প্রায় 16.5 শতাংশ মানুষ ভারতবর্ষে বাস করে।
• 1985 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ এই সাতটি প্রতিবেশী দেশ নিজেদের মধ্যে পারস্পরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো নিবিড় করার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ বা South Asian association of regional cooperation (SAARC) নামে একটি সংস্থা গঠন করেছে। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর স্থাপন করা হয়েছে।
• উত্তর প্রদেশ রাজ্যের মোট আটটি রাজ্যের সঙ্গে সীমানা আছে, যা রাজ্যগুলির মধ্যে সর্বাধিক। উত্তরাখান্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং বিহার।
• কর্কটক্রান্তি রেখা ভারতের মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।
• পাকিস্তানের সঙ্গে যে 4 টি রাজ্যের সীমানা আছে : জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট।
• চীনের সঙ্গে যে 5 টি রাজ্যের সীমানা আছে : জম্মু এবং কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ।
• বাংলাদেশের সঙ্গে যে 5 টি রাজ্যের সীমানা আছে : পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম।
• নেপালের সঙ্গে যে পাঁচটি রাজ্যের সীমানা আছে : বিহার, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ।
• ভুটানের সঙ্গে যে চারটি রাজ্যের সীমানা আছে : পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসাম।
• মায়ানমারের সঙ্গে যে চারটি রাজ্যের সীমানা আছে : অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম।
• আফগানিস্তানের সঙ্গে কেবলমাত্র জম্মু এবং কাশ্মীর রাজ্যের (পাক অধিকৃত কাশ্মীর) আন্তর্জাতিক সীমানা আছে।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.